ওডেব’র নির্বাহী কমিটির ১১৩তম সভা সম্পন্ন

০৩ মে/২০২৫ সকাল ১০টায় অর্গানাইজেশন ফর ওমেন্স ডেভেলাপমেন্ট ইন বাংলাদেশ-ওডেব’র নির্বাহী কমিটির ১১৩ তম নিয়মিত সভা সংগঠনের সভাপতি মঈনুল আলমের সভাপতিত্বে ওডেব’র চান্দগাঁও প্রধান কার্যালয় মিলনায়তনে সম্পন্ন হয়।
অর্গানাইজেশন ফর ওমেন্স ডেভেলাপমেন্ট ইন বাংলাদেশ-ওডেব নারীর মানবাধিকার ইএসসি রাইটস নিয়ে কাজ করে আসছে ১৯৯৫ সালের ০১লা ফেব্রুয়ারি থেকে। নিয়মিতভাবে চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় নারীর ক্ষমতায়ন ও অধিকার বাস্তবায়নের জন্য চ্যালেঞ্জগুলি মোকাবেলা করার উদ্দেশ্যে একটি সহায়ক পরিবেশ তৈরী এবং প্রয়োজনীয় নেটওয়ার্কিং কাঠামো গঠনের মাধ্যমে নারীর মানবাধিকারকে বাস্তবায়ন করার , ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সামাজিক উন্নয়নে পূর্ণভাবে অংশগ্রহণের সক্ষমতা বাড়ানোর কার্যক্রম এগিয়ে নিয়ে যাচ্ছে।


ঐতিহ্যগতভাবে ওডেব’র উপস্থিত সদস্যরা উদ্বোধনী সংগীত, প্রদীপ প্রজ¦লন ও করতালির মধ্য দিয়ে সভা শুরু করেন। এ সভায় ২০২৫ এর ১ম কোয়ার্টার এর প্রতিবেদন(কার্যক্রম ও আর্থিক) উপস্থাপন করেন সংগঠনের স্ধাারণ সম্পাদক কবি ও অধ্যাপক শ্যামলী মজুমদার। প্রতিবেদনের উপর আলোচনা করেন সংগঠনের প্রধান উপদেষ্টা কমল সেন গুপ্ত, ইসি কমিটির সদস্য চট্টগ্রাম বিশ^বিদ্যালয় শিক্ষক নাসিমা পারভিন, প্রিতম ভট্টাচার্য,নিবেদন দাশ গুপ্ত, ফয়েজুল আবেদীন, মোঃ আলাউদ্দীন, লিপি রাণী বনিক,সজল দে , পপি আকতার,মিনু চৌধুরী,বন্দনা বড়–য়া প্রমুখ। সবশেষে ওডেব কালচারাল টিমের পরিচালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভার সভাপতি মঈনুল আলম এ সভার সমাপ্তি ঘোষণা করেন ।

সংবাদ বিজ্ঞপ্তির।
সংবাদ প্রেরকঃ মুহাম্মদ ফয়েজুল আবেদীন।
ক্যাপসনঃ ওডেব নির্বাহী কমিটির ১১৩তম সভায় উপস্থিত অংশগ্রহণকারীবৃন্দ ।